How to Fix Boot Disk Failure /No bootable Device

আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব ই কমন একটি পিসির সমস্যা কিভাবে খুব সহজেই সমাধান করে নিতে পারবেন ঘরে বসেই ।চলুন তাহলে শুরু করা যাক ।

Disk boot failure solution

পিসি ব্যবহার করেন আর boot disk failure অথবা NO BOOTABLE DEVICE অথবা INSERT BOOT DEVICE –এই ধরনের ইরর মেসেজ দেখেন নি এমন মানুষ খুব কম ই আছে । আপনার স্ক্রিনে যদি কখনো এই রকম ইরর মেসেজ আসে সেই ক্ষেত্রে কি করবেন সেটাই আজ বলবো ।
এই ক্ষেত্রে করনীয় কি কি সেটা প্রথমে জেনে নেয়া যাক
১। বায়স এ চেক করতে হবে হার্ডডিস্ক টি পেয়েছে কিনা
২।হার্ডডিস্ক এর কানেকশন চেক করতে হবে (ল্যাপটপ এর ক্ষেত্রে)
৩। হার্ডডিস্ক এর পাওয়ার এবং ডাটা কেবল চেক করতে হবে (ডেক্সটপ এর ক্ষেত্রে)
৪। হার্ডডিস্ক টি বদল কিংবা রিপ্লেস করতে হবে
প্রথমেই F2 কিংবা ডেল দিয়ে পিসির বায়স এ প্রবেশ করুন । এইখানে দেখুন আপনার হার্ডডিস্ক টি শো করছে কিনা । দেখুন আমার এই খানে হার্ডডিস্ক শো করছে না । হার্ডডিস্ক এর পাশে NONE লেখা আছে ।শো করলে হার্ডডিস্ক এর নাম থাকতো ।নাম নেই মানে হার্ডডিস্ক টি পাচ্ছে না ।
এইবার ল্যাপটপ এর ক্ষেত্রে ল্যাপটপ এর হার্ডডিস্ক টি ঠিক মতো লাগানো আছে কিনা চেক করতে হবে ,দেখুন আমার হার্ডডিস্ক টি ঠিক মতো লাগানো নেই ,লুজ কানেকশন আছে ।
হার্ডডিস্ক টিকে এইভাবে স্ক্রিনে যেভাবে দেখানো আছে সেইভাবে ঠিক মতো লাগাতে হবে –যাতে লুজ কানেকশন না থাকে ।
ডেক্সটপ এর ক্ষেত্রে হার্ডডিস্ক এর দুটো কানেশন থাকে একটি সাটা ডাটা কেবল আরেকটি পাওয়ার কেবল ,সাটা ডাটা কেবল টি হার্ডডিস্ক এবং মাদারবোর্ড এ ঠিক মতো লাগানো আছে কিনা দেখুন ।আমার এইখানে হার্ডডিস্ক এর কানেকশন খোলা ।

Tech and Tricks

এইবার স্ক্রিনে যেভাবে দেখানো আছে ঠিক সেইভাবে হার্ড ডিস্ক এর ডাটা কেবল এবং পাওয়ার কেবল কানেক্ট করুন ।এবং দেখুন মাদারবোর্ড এ ও সাটা কেবল টি ঠিক মতো কানেক্ট করা আছে কিনা ।যদি ঠিক মতো কানেক্ট করার পর ও হার্ড ডিস্ক বায়স এ না পায় সেই ক্ষেত্রে সাটা ডাটা কেবল এবং পাওয়ার কেবল বদল করে দেখতে হবে ।
এবার আবার ডেল কিংবা F2 দিয়ে বায়স এ প্রবেশ করুন ।দেখুন হার্ড ডিস্ক টি পাচ্ছে কিনা –যদি পায় এইরকম স্ক্রিনে IDE 0 MoDEL number এর পাশে দেখুন হার্ডডিস্ক এর নাম শো করছে ,তার মানে আমার এইটার হার্ডডিস্ক এর কানেকশন লুজ ছিলো তাই ওই ইরর টি দেখাচ্ছিল ।
এখন পিসি টি রিস্টার্ট দিন ।তাহলে উইন্ডোজ রান হয়ে যাবে ।যদি বায়সে পাওয়ার পর ও উইন্ডোজ রান না হয় –সেই ক্ষেত্রে উইন্ডোজ নতুন করে সেটআপ দিলেই পিসি ঠিক হয়ে যাবে ।

আর যদি আপনার হার্ডডিস্ক এই সব কিছু করার পর বায়স এ না পায় ,সেই ক্ষেত্রে হার্ডডিস্ক টি রিপ্লেস কিংবা বদল করতে হবে ।আর ও ভালো ভাবে বুঝতে উপরের ভিডি ও দেখতে পারেন ।ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল TECH AND TRICK (T & T) থেকে